
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : কনকনে শীতের সকালে স্টপেজের দাবিতে রেল পথ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী হল্ট স্টেশনে শুরু হয় বিক্ষোভ যার ফলে আটকে পরে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি গামী ডি এম ইউ প্যাসেঞ্জার। রেল অবরোধের জেরে হলদিবাড়ি ষ্টেশনে আটকে পড়েছিল ঢাকা — নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস এবং কলকাতা গামী সুপার ফাস্ট এক্সপ্রেস. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল রক্ষী বাহিনী সহ রাজ্য পুলিশ। দীর্ঘ সাড়ে চার বছর পরে ফঠল রেল অবরোধ. রেল অবরোধ প্রসঙ্গে গ্রামবাসী রাজীব সরকার জানান, এই হল্ট স্টেশনে নয় বছর ধরে ট্রেন দাড়াতো কিন্তু করোনাকালে সেই স্টপেজ তুলে দেয় রেল দফতর. ডি আর এম পর্যন্ত জানিয়েও কোনো সুরাহা হয়নি।
অপরদিকে, এই রেল অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রী থেকে কাঁচা শাকসবজির ব্যাবসায়ীদের. উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি থেকে এটিই দিনের প্রথম প্যাসেঞ্জার ট্রেন যেটি নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রা করে।