
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ২০২৫ এর রাজ্য বাজেটে উত্তরবঙ্গের কথা ভাবাই হয়নি – এমনটাই দাবি করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। সম্প্রতি পেস হয়েছে রাজ্যে বাজেট, আর তার পর থেকেই শুরু হয়েছে বিজেপি –তৃণমূল রাজনৈতিক তরজা। উত্তরবঙ্গ সাংসদ আশঙ্কা করছেন এই বাজেটে দুর্দশা বাড়বে উত্তরবঙ্গের ,কারণ চা বাগান থেকে তিস্তা ,কোন বিষয়কেই গুরুত্ব দেওয়া হয়নি এই বাজেটে। তিনি আরও বলেন
“ উত্তরবঙ্গের জন্য নেই কোন আর্থিক প্যাকেজ ,ঠিক সেই ভাবেই উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী তিস্তা কে নিয়েও নেই কোনো পরিকল্পনা।
তাছাড়াও তিনি বলেন, নয়া রাজ্য বাজেট সম্পূর্ণই সার্বিক উন্নয়ন বিরোধী। অন্যান্য রাজ্যে গুলোর তুলনায় এই রাজ্যের জি এস ডি পি অনেকটাই ফারাক। ২৫-২৬ আর্থিক বছরের জন্যে যত টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যে বাজেটে, তার বেশির ভাগই ঋণ শোধ এবং কর্মচারী দের বেতন দিতেই চলে যাবে তাহলে উন্নয়ন , কর্মসংস্থান কি করে হবে ?
ভিডিও দেখুন-