
উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : ফের মধুচক্রের হদিস ! এবার খোদ জেলা পরিষদের ডাকবাংলোতে মধুচক্রের আসর বসার অভিযোগে সরগরম জলপাইগুড়ি শহর. এই ঘটনায় সোচ্চার এলাকার মহিলারা.
শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত রামসাই অঞ্চলে অবস্থিত জেলা পরিষদ বাংলোতে রমরমিয়ে মধু চক্রের আসর বসার অভিযোগ উঠলো। এই মধুচক্র বন্ধের দাবিতে সোচ্চার হয়ে ওঠা রামসাই অঞ্চলের মহিলারা এদিন গন সাক্ষর করা অভিযোগ পত্র জমা দিলেন জেলা পরিষদেরই অতিরিক্ত জেলা শাসকের কাছে।
ঘটনা প্রসঙ্গে অভিযোগকারীদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় ধরে এলাকার অল্প বয়েসের মেয়ে, এবং ছেলেরা ওই মধু চক্রে সামিল হচ্ছে. সঙ্গে চলে দেদার মদের ব্যাবহার, এমন অবস্থায় আমাদের ঘরের সন্তানদের ওপর এর কু প্রভাব যেমন পরছে তার সঙ্গে এলাকার সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে।
অপরদিকে, এই ঘটনার সাফাই দিতে গিয়ে ময়নাগুড়ি ব্লকের অন্যতম তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মনোজ রায় বলেন, রামসাই এলাকায় অবস্থিত জেলা পরিষদের যে রিসোর্ট টির বিরূদ্ধে এমন অভিযোগ উঠেছে, সেটি এত দিন প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিলো, তবে দ্রুত জেলা পরিষদ সেটিকে সংস্কার করার কাজ শুরু করবে।
এদিকে খোদ জেলা পরিষদের রিসর্টের মধ্যে দেহ ব্যবসা, মদের আসর বসার অভিযোগ প্রসঙ্গে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় জানান, আজ এলাকার মহিলারা জেলা পরিষদে এসেছেন, বিষয়টি জানলাম, যাতে এলাকায় দ্রুত স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা যায় সেটা অবশ্যই দেখবো।