
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : প্রাথমিক স্কুলে স্কুল পড়ুয়াদের ভিড় স্বাভাবিক। কিন্তু এবার দেখা গেল প্রাথমিক স্কুলে কিলবিল করছে বিষাক্ত গোখরোর খুদেরা। সাপের আতঙ্কে বন্ধ হলো স্কুল। ঘটনাটি জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ের। জানা গেছে, স্কুল থেকে দু দফায় ৩০ টি সাপের ছানা উদ্ধার করা হয়েছে। তবে আতঙ্ক তাও কাটেনি। ছানারা উদ্ধার হলেও এখনও খোঁজ পাওয়া যায়নি গোখরো মা বাবার। জানা গেছে, গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে মাঝেমধ্যে সাপের ছানা দেখা যাচ্ছিলো। এরপর সোমবার বিকেলের দিকে স্কুলে গোখরো সাপের খোলস দেখা গেলে স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। সংস্থার সদস্যরা এসে গোখরো সাপের বাচ্চাদের উদ্ধার করেন বলে জানান অঙ্কুর দাস।
সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে। বর্তমানে স্কুল বন্ধ করে রাখা হয়েছে। আবার বৃহস্পতিবার থেকে স্কুল শুরু হবে বলে জানা গেছে স্কুল কর্তৃপক্ষ সূত্রে।