
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : সোমবার ডুয়ার্সের সুখানি নদী থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ. মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের. দোষীদের ফাঁসি চান মৃতার বাবা।
সোমবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানার অন্তর্গত সুখানি নদীতে এক তরুণীর মৃতদেহ ভেসে থাকতে দেখায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পরবর্তীতে মৃতার পরিবারের পক্ষ থেকে মৃতদেহ সনাক্ত করার পরেই ক্ষোভে ফেটে পরে নাগরাকাটা থানা এলাকার চা বাগানের শ্রমিকেরা। রাতেই থানায় জমায়েত করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠে নাগরাকাটা থানার পুলিশ। সোমবার রাতেই এক স্থানীয় যুবকে গ্রেফতার করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য গনেশ ওরাও বলেন, ‘আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক’। এই ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছে বিজেপিও