
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: অনেকদিন ধরেই ডুয়ার্সের বাতাবাড়ি চা বাগানে পোকার বাড়বাড়ন্তে অতিষ্ট হয়ে উঠেছিল চা বাগানের মালিকসহ কর্মীরা। এমনিতেই বিশ্ব উষ্ণায়নের প্রভাব তার উপর আবার পোকার বাড়বাড়ন্ত। সব মিলিয়ে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছিল চা বাগান কর্তৃপক্ষের।এই সমস্যা থেকে রক্ষা পেতে এক ধরনের হলুদ পেপার ব্যবহার করা শুরু করেছে চা বাগান কর্তৃপক্ষ।
ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন এই বিশেষ ধরনের হলুদ পেপারে আঠা মাখিয়ে রাখা হচ্ছে। যাতে আটকে যাচ্ছে চা গাছের শত্রু পোকা, এবং এই পেপার ব্যবহারের ফলে বন্ধু পোকার সংখ্যা বাড়ছে।
এই বিষয়ে চা বাগানের শ্রমিক হাবিল খেরিয়া বলেন, এই বিশেষ ধরনের হলুদ পেপার ব্যবহার করার ফলে চা গাছের পোকার আক্রমণ কমছে। আগামী দিনের চা চাষের ক্ষেত্রে এই বিশেষ ধরনের হলুদ পেপার চা চাষের ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দেবে। হলুদ ট্র্যাপ পেপার ব্যবহার করে চা চাষ আরও বৃদ্ধি পাবে ।