
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : গত বছর শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়েছিল জলপাইগুড়ির দেবপাড়া চা বাগান। এক মাস পর খুললেও মঙ্গলবার সকালে ফের তালা পড়ল কারখানার গেটে। সকাল সকাল চা বাগানে গিয়ে মাথায় হাত শ্রমিকদের। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির পাশের এই চা বাগানটির পরিচালন কর্তৃপক্ষ বিনা নোটিশে রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে যায় বলে জানা গিয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগানের শ্রমিক এবং কর্মীরা ঠিক মতো বেতন পাচ্ছেন না। গতকাল বাগানের কর্তৃপক্ষের কাছে বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছিলেন তাঁরা। প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সকালে বাগান বন্ধ দেখে দুশ্চিন্তায় পড়েন শ্রমিকরা। কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজারেরও বেশি শ্রমিক।
একবছরের মধ্যে দুবার বন্ধ হলো এই চা বাগান। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে উদ্বিগ্ন শ্রমিকেরা।