
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : জেলায় জেলায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন তিস্তাপাড়ের ছবিটা কিছুটা অন্যরকম। বিগত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। বৃহস্পতিবারও সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে হিমেল হাওয়া। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি জেলাজুড়ে। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। এ প্রসঙ্গে জলপাইগুড়ির বাসিন্ধা সুব্রত সরকার বলেন, আজও ঠান্ডা রয়েছে, দুএক পশলা বৃষ্টি হচ্ছে। এই সময় এমন আবহাওয়া আগে দেখা যেত না।
বুধবার পূর্ব সিকিমের চিন সীমান্ত লাগোয়া নথুলাতে ব্যাপক তুষার পাতের জেরে বৃহস্পতিবার জলপাইগুড়ি সহ উত্তরের পাহাড় সংলগ্ন জেলাগুলোতে ঠান্ডার আমেজ আরও বাড়বে বলেই খবর হাওয়া অফিস সূত্রে।