
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জল জমেছে উত্তরবঙ্গের অধিকাংশ চাষ জমিতে।এবার সেই বৃষ্টির জমা জলকে ব্যাবহার করে দ্রুত আমন ধান চাষ করার পরামর্শ দিলো কৃষি দফতর।
উল্লেখ্য গত ১২ জুন থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। এর ফলে জেলার অধিকাংশ কৃষি জমিতে জমা হয়েছে চাষের উপযোগী জল।, আর এই জলকেই ব্যাবহার করে দ্রুত আমন ধানের বীজতলা তৈরির পরামর্শ দিলো কৃষি দফতর।উল্লেখ্য ২০২৩ সালে জলপাইগুড়ি জেলায় মোট এক লক্ষ এগারো হেক্টর জমিতে চাষ হয়েছিলো আমন ধান।
এবারেও সেই পরিমাণ বা কিছুটা বেশি জমিতে চাষ হবে বলে আসা করছে কৃষি দফতর।
এই প্রসঙ্গে জেলা কৃষি দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, দ্রুত বীজ তলা তৈরি করে আমন ধান চাষের প্রক্রিয়া শুরু করলে জুলাই মাস থেকেই কৃষকেরা এই চারা রোপণ করতে পারবে,
এবারও বিনামূল্যে কৃষকদের এই ফসলের বীমা করার ব্যাবস্থা থাকবে।