
ওঙ্কার ডেস্ক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনো উত্তাল রাজ্য তথা দেশে। আর সেই প্রতিবাদকে কুর্ণিশ জানিয়ে অনশনে বসলেন শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেনশনের সাত সদস্য। জানা গেছে এই অনশন শুরু হয়েছে সকাল দশটায় এবং চলবে রাত দশটা পর্যন্ত।
পাশপাশি প্রতীকী অনশনে বসেছেন জলপাইগুড়ির সিনিয়র চিকিৎসকেরাও। জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া সানাই ভবনের সামনে শুরু হয়েছে প্রতীকী অনশন। ১০ দফা দাবী তে কোলকাতার রাজপথে চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন। এই দাবীকে সমর্থন জানিয়ে জলপাইগুড়ি তে রবিবার সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে এই প্রতিটি অনশন। আটজন জলপাইগুড়ি সিনিয়র চিকিৎসক এই প্রতিকী অনশন এখন পর্যন্ত শামিল হয়েছেন। চিকিৎসকদের প্রতিকী অনশন মঞ্চে এসে পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যরা।