
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : বেশকিছুদিন ধরেই খবরের শিরোনামে জামাল. সোনারপুরের ত্রাস জামালের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি. ইতিমধ্যেই তার বিলাসবহুল বাড়ির হদিশ পেয়েছে পুলিশ. প্রাসাদোপম বাড়ির সুইমিং পুলে কচ্ছপ, বাগানে ঘোড়া. এ হেন জীবন যাপন যার, তাঁর মা-ভাইয়ের দিন গুজরান হয় ভিক্ষে করে. ছোট্ট কুঁড়েঘরে থাকলেও ছেলে জামালের প্রতি কোনও রাগ নেই মায়ের. বরং জামালের বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ মানতে নারাজ তার মা.এদিকে, ভাই জামালেকে নিয়ে মুখ খুলতে চাননি দাদা বিজয় সর্দার.
প্রসঙ্গত, সালিশিসভায় এক মহিলাকে মারধরের ঘটনা সামনে আসার পর থেকেই পলাতক তৃণমূল’ কর্মী জামাল সর্দার। সোনারপুরে জামালের তাক লাগানো প্রাসাদেই বসতো আদালত. সামনে আসছে তার একের পর এক কুকীর্তি। জামালের খোঁজে দিকে দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ.