
জয়ন্ত সাহা, আসানসোল:
কারখানা তৈরির নামে চূড়ান্ত বেআইনি কাজ করে যাচ্ছে জামুড়িয়ার একটি বেসরকারি ইস্পাত কারখানায়। সরকারি রাস্তা দখল, নদী দখল, স্থানীয়দের জমি নিয়ে চাকরি না দেওয়া একাধিক অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থার বিরুদ্ধে। অথচ উদাসীন প্রশাসন। এরই প্রতিবাদে কারখানার সামনে অবস্থান বিক্ষোভে জামুরিয়ার ধসল গ্রামের বাসিন্দারা। জামুরিয়া শিল্পতালুকে ইকরা গ্রামে একটি ইস্পাত কারখানা রয়েছে। এই কারখানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের।
অভিযোগ কারখানা তৈরি হয়েছে ধসল গ্রামের মানুষের জমি নিয়ে। অথচ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি পাননি তারা। এছাড়াও সরকারি রেকর্ডে থাকা পুরানো রাস্তা ও দখল করে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ। শুধু তাই নয়, জামুরিয়ার সিঙ্গারণ নদীর জোড় অর্থাৎ শাখা নদীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারখানার ভেতরে বলেও অভিযোগ উঠেছে।। এই সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে এবার সরব হলেন স্থানীয়রা।
জামুরিয়ার বিডিও অরুণালোক ঘোষ বলেন গ্রামের বাসিন্দারা লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
জামুরিয়া বিএলআরও পরিতোষ মণ্ডল বলেন এই অভিযোগের আমরা তদন্ত করেছি। সবটাই উচ্চ আধিকারিকদের জানিয়েছি। আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও নির্দেশ আসেনি।এই বিষয়ে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে কারখানা তৈরীর কাজ এখনো শেষ হয়নি। । কাজ শেষ হলেই প্রতিশ্রুতি মতো স্থানীয় বাসিন্দারা চাকরি পাবেন। আর সরকারি রেকর্ডের জমি তারা দখল করেননি। কারখানা তৈরির জন্য যতটা জমি নেওয়া হয়েছিল সব নিয়ম মেনেই কাজ হয়েছে। যারা অভিযোগ করছেন, সঠিক নয়।