
তাপস ঘোষ, ওঙ্কার বাংলা: হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগে উত্তাল বাংলাদেশ।সে দেশের জেল থেকে কয়েকশ জঙ্গি ও অপরাধীদের জেল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।এরপরই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিএসএফ। সেই তালিকায় ছিল মুর্শিদাবাদ জেলাও। এবার সেই মুর্শিদাবাদ থেকে জাল পাসপোর্ট চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের নাম আব্বাস শেখ ও মিনারুল শেখ। ধৃতদের সঙ্গে জঙ্গিযোগের সম্ভাবনাও রয়েছে বলে দাবি গোয়েন্দাদের।
ধৃতদের মধ্যে একজন বহড়ান এলাকার বাসিন্দা, অন্যজন কেদারতলার বাসিন্দা। রাজ্য পুলিশের সহযোগিতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। পুলিশের সন্দেহ তাঁরা জামাত উল মুজাহিদিন তথা জেএমবি-র লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। দুজনের কাছ থেকে ৪টি মোবাইল এবং একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ভিডিও দেখুন-