
নিজস্ব প্রতিনিধি কলকাতা: নারী দিবসে মর্মান্তিক ঘটনা কলকাতায়। নিজের মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তিন তলার বারান্দা থেকে ১৫ বছরের মেয়েকে ফেলে দেওয় বাবার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার আনন্দপল্লী এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত ব্যক্তির নাম চিন্ময় গোপ। অভিযুক্তকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, শনিবার দুপুরে অভিযুক্ত চিন্ময় তাঁর নিজের পনেরো বছরের মেয়েকে তিন তলার বারন্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছাদ থেকে পড়ে যাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। গুরুত্বর জখম অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। এম.আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের
প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী ও অমিত চক্রবর্তী যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় চিন্মম গোপেকে। নিজের মেয়েকে কেন ছাদ থেকে ফেলে দিলেন বাবা। কী কারণে নিজের মেয়েকে মৃত্যুমুখে ঠেলে দিল বাবা। এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কি কারণে এখন কান্ড ঘটালেন অভিযুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।