
বাবলু প্রামাণিক, জয়নগর : কুলতলিকাণ্ডে নতুন করে উত্তেজনা জয়নগরের মহিষমারীতে। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা. SDPO-কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি. মৃতার দেহ শেষকৃত্যের জন্য পাঠানোর পর বিচারের দাবিতে বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তায় অবরোধ করেন তাঁরা। দোষীর শাস্তির দাবিতে গাছের ডাল ফেলে বিক্ষোভ দেখানো হয়.
প্রসঙ্গত, আর জি করের ঘটনার প্রতিবাদে তোলপাড়ের মাঝেই কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ. বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত জয়নগরের কুলতলি. কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার কল্যাণী জেএনএম হাসপাতালে হয়েছিল নাবালিকার ময়নাতদন্ত. ময়নাতদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য. ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে. বারুইপুরে নাবালিকার দেহ আসতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয়রা. দোষীদের শাস্তির দাবিতে দেহ নিয়ে প্রতিবাদ মিছিলে বাসিন্দারা.
শনিবার ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় জয়নগরের মহিষমারি এলাকায়। পুলিশের বিরুদ্ধে ওঠে গাফিলতির অভিযোগ। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলার পর, গতকালই এই ঘটনায় পকসো ধারা যুক্ত করে পুলিশ।