
গোপাল শীল ও বাবলু কর্মকার,জয়নগর:পুলিশ ও সিপিএমের সংঘর্ষে উত্তপ্ত জয়নগর। মঙ্গলবার সুজন চক্রবর্তী ও কান্তি গাঙ্গুলির নেতৃত্বে দলুয়াখাকি গ্রামে ঢোকার চেষ্টা করে সিপিআইএম কর্মী ও সমর্থকেরা।কিন্তু গ্রামে ঢোকার আগেই তাদের আটকে দেয় পুলিশ।এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় সুজন – কান্তি ও বাম সমর্থকদের মধ্যে।
মঙ্গলবার জয়নগরের দক্ষিণ বারাসাতের সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে দলুয়া খাকি গ্রামের মহিলাদের সঙ্গে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন সুজন চক্রবর্তী ও কান্তি গাঙ্গুলি সহ সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব।কিন্তু রামচন্দ্রপুর প্রাথমিক স্কুলের কাছে সুজন চক্রবর্তী ও কান্তি গাঙ্গুলিকে কে আটকে দেয় পুলিশ।এরপরেই পুলিশের সঙ্গে বাক বিতন্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম নেতা কর্মীরা।ঠেলে ,ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।এদিন সুজন ও কান্তির সঙ্গে ছিলেন ঘরপোড়া পরিবারের সদস্যরাও।