
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : ধুমধাম করে শুরু হল দ্বিতীয় বর্ষের জেঠিয়া উৎসব. জেঠিয়া স্কুলের মাঠে এই উসবের আয়োজন করা হয়েছে। মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। রবিবার এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, উৎসবের মেজাজে রয়েছে বঙ্গবাসী
আট দিন ব্যাপী এই উৎসবে বিভিন্ন শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সেই সঙ্গে রয়েছে খাদ্য মেলা, পাখির মেলা সহ শিশুদের জন্য নানা রকমের আয়োজন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, বিধায়ক তাপস রায়, মন্ত্রী পার্থ ভৌমিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।