
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: আবাস দুর্নীতি নিয়ে উত্তাল সমগ্র বাংলা। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকেই আসছে বঞ্চনার অভিযোগ।এবার ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলো ঝাড়গ্রামে, অভিযোগ আবাস যোজনায় বাড়ি পাওয়া থেকে বঞ্চিত বহু সাধারণ মানুষ প্রবল শীতেও খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ঝাঁড়গ্রাম ব্লকের জঙ্গল লাগোয়া একটি গ্রাম বাঁধগোড়ার ডাইনমারি। এই গ্রামের প্রায় ২৫ টি লোধা পরিবার এখন মাথার উপর ছাদ বিহীন অবস্থায় রাত কাটাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ সরকারি আবাস যোজনা থেকে বঞ্চিত গোটা গ্রাম,দীর্ঘ ১০ – ১২ বছর ধরে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা , সরকারি উদ্যোগে গড়ে ওঠেনি একটিও বাড়ি। গ্রামবাসীদের দাবি, যোগ্য ব্যক্তিরা বাড়ি পাচ্ছেনা ,শাসক দলের নেতা কর্মীরা নিয়মিত ভাবে বাড়ি পেয়ে যাচ্ছে।এর পাশপাশি বেড়েছে হাতির তাণ্ডব ও। হাতির তাণ্ডবে ধ্বংস হয়েছে অনেক বাড়ি সেই ক্ষতিপূরণের লিস্টও দেখতে নারাজ প্রশাসন। আর কিছুদিনের মধ্যেই আরও জাঁকিয়ে শীত পড়বে ।জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা কিভাবে রাত কাটাবেন ,সেই চিন্তাই চোখের ঘুম কেড়েছে তাদের।