
অরূপ বিশ্বাস,ঝাড়গ্রাম: ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন হতে চলেছে ঝাড়গ্রামে। আর এই আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। জানা গেছে এই বিশেষ দিনটি পালন করা হবে, ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে। তাই শুক্রবার ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়ালের নেতৃত্বে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং পুলিশের উচ্চকর্তারা স্টেডিয়াম তথা অনুষ্ঠান স্থলটি পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিশ্ব আদিবাসী দিবসে জেলার বিভিন্ন জায়গার বিশিষ্ট আদিবাসী ও গুণী মানুষজনকে সংবর্ধনা দেওয়া হবে।। এছাড়াও বিভিন্ন সংস্কৃতিক গোষ্ঠীগুলিকে যন্ত্রাংশ প্রদান করা হবে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী ৯ই আগ স্ট আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান দিতে ৮ই আগস্ট ঝাড়গ্রামে আসবেন। ঐদিন সেখানে রাত্রি যাপন করবেন তিনি। এবং পরদিন প্রশাসনিক বৈঠক হওয়ারও কথা রয়েছে বলে সূত্রের খবর।