
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:ঝাড়্গ্রাম জেলায় যে কয়েকটি ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো চিল্কিগড়ের কনক দূর্গা মন্দির। সাধারণত দুর্গা মাকে দশভূজা হিসেবে দেখা গেলেও , এখানে মা চতুর্ভূজা এবং অশ্বের উপর বিরাজমান । আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মায়ের স্বপ্নাদেশে পেয়ে তৎকালীন রাজা ,রানীর কঙ্কন বালা দিয়ে মায়ের মূর্তি গড়েছিলেন,। আর এই মন্দির স্থাপন করা হয়েছিল চিল্কিগড়ের ডুলুং নদীর চরে, ঘীর অরণ্যের মাঝে, ।অন্যান্য পূজো গুলির তুলনায় এই পুজোর নিয়মাবলী সম্পূর্ন ভিন্ন, ।এখানে মা কে অন্ন ভোগের সাথে সকালে ডিম, দুপুরে মাছ ও রাতে অন্যান্য খাবার দেওয়া হয়।প্রতিবার খাবারের শেষে মাকে একটি পানও দেওয়া হয়।প্রতিবছর এই দুর্গাপুজো দেখতে দূর দুরান্ত থেকে আসেন হাজার হাজার মানুষ।তবে এবার আরো বেশি মানুষের সমাগম দেখা যাবে বলে আশা করা হচ্ছে ।কারণ মুখ্যমন্ত্রী দেওয়া অনুদানের চিল্কিগড় কনক দুর্গা মন্দির নতুন রূপে সজ্জিত হয়েছে ।, এরই সাথে পুরনো বিষ্ণুমন্দির ও অতিথি শালা নতুন করে গড়ে তোলা হয়েছে।তাই পর্যটকরা চিল্কিগড়ের দুর্গাপুজোর পাশাপাশি এলাকার অন্যান্য দর্শনীয় স্থানগুলির টানে এখানে আসবেন বলে মনে করা হচ্ছে।