
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: বুধবার থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায়। তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বুধবার থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় দানা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রশাসনের আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণরেখা নদীসহ জেলার বিভিন্ন এলাকায় থাকা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে। শুকনো খাবার সহ অন্যান্য ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। জেলার পাশাপাশি বিভিন্ন বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবেলা দপ্তরের সদস্যদেরও তৈরি থাকা নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল বলেন, “ঘূর্ণিঝড় দানা মোকাবিলা করার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”, “পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে, ভিতরে ভর্তি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, সাঁকরাইল, নয়াগ্রাম সহ বিভিন্ন ব্লকের চাষীরা জমি থেকে ধান কেটে বাড়ি তুলছেন। তবে এখনো জমিতে অনেক ধান মজুত থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।