
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: শীত পড়তেই ভ্রমণ পিপাসু বাঙালিদের বেড়াতে যাওয়ার তাগিদ মাথা চাড়া দিতে শুরু করেছে। নদী ,পাহাড়ের সঙ্গে পর্যটকদের ঢল নেমেছে জঙ্গলমহলে ও। ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দফতরের ধবনী বিটে যে জুলজিক্যাল পার্ক গড়ে উঠেছে, সেটিই এখন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পর্যটকদের কাছে।
পর্যটকদের উৎসাহিত করতে জুলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসাবে আনা হচ্ছে বাঘ ও সিংহ। এই খবরে খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। বাঘ এবং সিংহ এলে পার্কের আকর্ষণ আরো বাড়বে বলেই মনে করছেন তারা।ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া, ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। পার্কের জলাশয়ে এবার কুমিরেরও দেখা মিলবে।
ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ‘ডিয়ার পার্ক’ নামেই পরিচিত। পার্কে এখন চিতল হরিণ, সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নানা প্রজাতির পাখি, নীলগাই, তারা কচ্ছপ, গোসাপ, এমু পাখি,সজারু, নীলগাই, ভালুক, হায়না, নেকড়ে, সাপ, গন্ধগোকুল, বাঁদর, হনুমান, মদনটাক পাখি, বন-মুরগি, ময়ূর, কালিজ ও গোল্ডেন ফিজেন্ট ও চিতাবাঘ রয়েছে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের বন্য পশুপাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান।শীতের মরশুমে ভিড় আরও বাড়ে।
ভিডিও দেখুন-