
অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের সাবমার্সিবলটি। পাম্পটিও খারাপ। পঞ্চায়েত অফিসে একাধিকবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। এবার পানীয় জলের দাবিতে ঝাড়গ্ৰামের লোধাশুলি গ্রাম পঞ্চায়েত অফিসের তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
বিদায়ের পথে শীত, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এমন সময় জলকষ্টে ভুগছেন লোধাশুলির মানুষ। এবার শেষমেষ গ্রামের মহিলারা বাধ্য হয়ে পানীয় জলের সমস্যার সমাধানের দাবি নিয়ে লোধাসুলি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয়দের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলে তিনি একটি পুরনো মটরের ব্যবস্থা করেন। তবে তাতেও কাজ হয়নি। জল সঙ্কটে ভুগছেন প্রায় ১০০ টি পরিবার।
পাশাপাশি তাঁরা জানান, যতদিন না জলের সমস্যার সমাধান হচ্ছে, ততদিন তাঁদের এই ধর্না চলবে. জাতীয় সড়ক অবরোধ করার হুঁশিযারিও দেন বিক্ষোভরত মহিলারা।
স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন পানীয় জলের মতো ন্যুনতম অধিকার থেকে বঞ্চিত থাকবেন সাধারণ মানুষ। ভোটের সময় শাসক এবং বিরোধী দলগুলি যে গালভরা প্রতিশ্রুতি দেয়, তা পূরণে কেন ব্যর্থ তারা, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে. কবে কলে আসবে জল, এখন সেদিকেই তাকিয়ে লোধাশুলির বাসিন্দারা।