
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে. আগামী ২১ শে মে গোপীবল্লভপুরের ছাতিনাশোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার আগে দলীয় কর্মীদের বাইক মিছিল সহযোগে একপ্রস্ত রোড শো সারলেন কালিপদ সরেন। রবিবার গোপীবল্লভপুর বাজারের চেকপোস্ট এলাকা থেকে প্রায় হাজার খানেক বাইক সহযোগে তৃণমূল প্রার্থীর রোড শো শুরু হয়। পরে গোপীবল্লভপুর ১ ব্লকের পাঁচ নম্বর অঞ্চল হয়ে আলমপুর ৬ নম্বর অঞ্চলে রোড শো করে একে একে ব্লকের সাতটি অঞ্চল ঘুরে প্রার্থীর প্রচার শেষ হয় বাবুডুমরো গ্রামের হনুমান মন্দির চত্বরে।