
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : ২৫ মে অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে. জমিয়ে প্রচার সারছেন সব দলের প্রার্থীই. এবার ইস্তেহার প্রকাশ করলেন বিজেপ প্রার্থী প্রণত টুডু. যার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি বিষয় হল, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রেল, পর্যটন ও বিভিন্ন ধর্মীয় তীর্থ স্থানের উন্নয়ন।
১-শিক্ষা ব্যবস্থায় লোকসভা এরিয়াতে নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় ও আদিবাসী অধ্যুষিত এলাকায় এসসি/এসটি ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ আবাসিক কেন্দ্রীয় বিদ্যালয় খোলার উদ্যোগ নেওয়া হবে।
২-স্বাস্থ্য ব্যবস্থায় লোকসভা কেন্দ্রের প্রতিটি হাসপাতালে MRI, BURN UNIT করা. এছাড়াও অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে সরকারি হাসপাতালগুলোতে উন্নত মানের পরিষেবা প্রদানের ব্যবস্থাপনা করা হবে।
৩-ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে সেরকম কোন শিল্প বা কর্মস্থানে নেই. সেই সমস্ত জায়গায় কর্মসংস্থান গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে।
৪-রেল ব্যবস্থাপনায় লোকসভা এরিয়াতে নতুন রেল প্রকল্পের জন্য উদ্যোগ নেওয়া হবে। লোকসভা এলাকায় দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
৫- অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রধান ঐতিহ্য হ্যালো শাল মহুয়ার জঙ্গল রক্ষা করা হবে, বৃক্ষরোপণ করা হবে।
এছাড়াও পানীয় জল নিকাশী নালা, নারী কল্যাণ সহ বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধানের কথা বলেন বিজেপির মনোনীত প্রার্থী প্রণোত টুডু।