
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি বিধানসভাতেও সাফল্যের জয় মাত্রা ছাড়িয়েছে। লোকসভা নির্বাচনের পর ৮ ই আগস্ট দুদিনের জন্য ঝাড়গ্রাম স্টেডিয়ামে সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে তার প্রথম সভা। সেই সভার প্রস্তুতি চলছে জোরকদমে। মুখ্যমন্ত্রী জঙ্গলমহল ভালবাসেন সেই কারণে ঝাড়গ্রাম থেকে শুরু হবে তার প্রথম সভা। সোমবার মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। এছাড়াও ঝাড়গ্রাম স্টেডিয়াম মাঠে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি, আইসি, মহকুমা শাসকসহ অন্যান্য প্রশাসনের আধিকারিকেরা। সবমিলিয়ে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি তুঙ্গে।