
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:সীমান্ত এলাকাবর্তী জেলা ঝাড়গ্রাম ,মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত । এখানে মোবাইল চুরি হলে তা পুলিশ বিশেষ কেস হিসেবে গন্য করে। কারন মোবাইল ব্যাবহার করে যে কোনো বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে মাওবাদীরা বলে অনুমান পুলিশের । বিষয়টি প্রথম ২০১৯ সালে পুলিশের নজরে আসে । তারা দেখেন রাজ্যের অনেক বড় ও বিখ্যাত জেলা ও শহরের তুলনায় ঝাড়গ্রামে মোবাইল অনেক বেশি পরিমাণে চুরি হয় । কিন্তু ঝাড়গ্রামের মত এত ছোট জেলাতে এত মোবাইল চুরি হয় কেনো? এই প্রশ্নের উত্তর পেতে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা একজন ডিএসপির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে। শুরু হয় অপারেশন “প্রত্যার্পণ”। ২০১৯ থেকে এখনো প্রায় প্রায় ২কোটি ৮৬ লক্ষ্য টাকার মুবাইল উদ্ধার হয়েছে।
২০২৩ সালেই ৭৬ লক্ষ টাকার মোবাইল উদ্ধার করে পুলিশ।
সোমবার উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রত্যার্পন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাপক দের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা।