
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: ধান কেনাবেচাতেও বড়োসড়ো দুর্নীতির অভিযোগ উঠলো ঝাড়গ্রামের একাধিক এলাকার রাইস মিল মালিকদের বিরুদ্ধে। অভিযোগ করা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি, প্রশাসন, এমনটাই জানিয়েছে ক্ষুব্ধ চাষীরা।
ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকার পঞ্চায়েত অফিসের সামনেই প্রশাসনের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছে অবৈধ ভাবে ধান কেনা বেচা। অফিসের সামনে সরকারি ধান কেনা হচ্ছে অথচ নিয়মের কোনো বালাই নেই বলে অভিযোগ চাষীদের। যেখানে রাজ্য সরকারের নিয়ম থাকা স্বত্ত্বেও সরকারী নির্দেশকে কাঁচকলা দেখিয়ে কুইন্টাল প্রতি ৬ কিলো করে ধান বাদ দিচ্ছে মিল কর্তৃপক্ষ। জেলা জুড়ে এভাবে রাইস মিল মালিকদের দৌরাত্ম্যে নাজেহাল মানিক পাড়া এলাকার ধান চাষীরা। এ বিষয়ে এক সরকারি আধিকারিক জানান সরকারী নির্দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এভাবেই চলছে ধান কেনা বেচা। এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। যত শীঘ্র সম্ভব এই অনৈতিক ধান কেনা বেকা বন্ধ হোক, এমনটাই দাবি ক্ষুব্ধ চাষীদের।