
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: প্রশাসনের নিয়মকে থোড়াই কেয়ার! পুলিশের নাকের ডগা দিয়ে রমরমে চলছে লরি ওভারলোড করে অবৈধ বালি পাচার! এর ফলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে কুলটিকরী পর্যন্ত প্রায় ৭ কিমি রাস্তার বেহাল দশা। । সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের।এই বিষয়ে এলাকাবাসী রূপায়ণ সরেন জানান, এই রাস্তা দিয়েই সাধারণ মানুষকে হাসপাতালে যেতে হয়, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। অতি দ্রুত রাস্তা সারাই করলে তবেই এলাকার মানুষ এমার্জেন্সি পরিষেবা হিসাবে হাসপাতালে যেতে পারবেন।
ওভারলোড গাড়ির যাতায়াতের ফলে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তবে তিনি দাবি করেন যে বা যাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে চলেছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ব্লক প্রশাসন কেও বিষয়টি জানানো হয়েছে। পাচার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।তবে বিজেপির মন্ডল সভাপতি অঞ্জন জানা জানান, যারা সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছি তারাই তো এ ধরনের অবৈধ কারবার চালাতে সাহায্য করছে। এখান থেকেই তো তৃণমূলের আয়ের উৎস! তাহলে কিভাবে বন্ধ করবে তারা।
দিন আসে দিন যায় তবুও প্রশাসনের দেওয়া আশ্বাস ,বাস্তবে মেলাতে পারছেন না সাধারণ মানুষ। কিন্তু প্রশাসনের হুঁশ কি আদৌ ফিরবে ।বন্ধ হবে এই ধরনের অবৈধ অভারলোডিং গাড়ি চলাচল। এখন সেদিকেই নজর এলাকাবাসির।