
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : মানুষ ও দোকানদারদের বিক্ষোভের জেরে গোপীবল্লভপুর বাজারের রাস্তা লাগোয়া জায়গার দোকান ভাঙ্গতে এসে ফিরতে হল পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে। এলাকাবাসীর বাধার মুখে পড়ে পুরো পুলিশ প্রশাসন সহ পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সহ প্রশাসনের আধিকারিকদের ফিরে যেতে বাধ্য হন। উল্লেখ্য বুধবার সকালে গোপীবল্লভপুর হাতিবাড়ি মোড়ের ৯ নম্বর রাজ্য সড়কের ধারে থাকা একটি ছোট দোকান ভাঙ্গতে আসে পিডব্লিউডি দফতর। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দা থেকে থেকে শুরু করে দোকানদাররা।আন্দোলনকারীরা বলেন দোকান ভাঙ্গতে হলে শুধু বিশেষ একটি দোকান নয়। ভাঙ্গতে হবে সমস্ত রাস্তার ধারে থাকা দোকান। তারপরেই বাধার মুখে পড়ে এদিনের মতো ফিরতে হয় প্রশাসনের আধিকারিকদের।