
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বিরুদ্ধে মিসিং ডায়েরি করার হুমকি দিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী পশ্চিমবঙ্গ শাখার এবং ঝাড়গ্রাম জেলার কো অর্ডিনেটর ঢাঙ্গা হাঁসদা।এরপর তারা ঝাড়গ্রাম বন্ধের পথেও হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ।উল্লেখ্য বুধবার ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বিধানসভা এবং লোকসভা আসনে জয়ী এসটি এমপি এবং এমএলএ দেরকে ডেপুটেশন দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই রিপোর্ট দেওয়ার কথা ছিল। কিন্তু ঝাড়গ্রাম বিধানসভার এম এলএ তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা সংগঠনের এই আবেদন গ্রহণ করেনি। ও নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুর সাথেও দেখা করতে পারেন নি সংগঠনের সদস্যরা। আদিবাসী ফোরামের বক্তব্য যে নিজেদের লোকই যদি তাদের দুর্দশার কথা না শুনতে রাজি হন এবং এলাকা ছেড়ে চলে যান তাহলে সরকারকে আমরা কি দোষারোপ করব।এই কারণেই আগামী দিনে মন্ত্রী এবং বিধায়কদের নামে মিসিং ডাইরি ও বন্ধের হুশিয়ারী দিয়েছে আদিবাসী সংগঠন।
তৃনমূল নেতা মন্ত্রীদের এই নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা তুফান মাহাতো বলেছেন ,তৃনমূল নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত।সাধারণ মানুষের দিকে নজর দেওয়ার সময় নেই।
তবে এই বিষয়টি নিয়ে এখনও অবধি ,বিরবাহ হাঁসদা বা দুলাল মূর্মুর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।