
অরূপ ঘোষ,ঝাড়গ্রাম : হোস্টেলের দাবিতে বিক্ষোভ স্কুল ছাত্রীদের। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বেলপাহাড়ি এস সি হাই স্কুলের ঘটনা। স্কুলের ছাত্রীরা হোস্টেলের দাবিতে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শুক্রবার।শুক্রবার সকাল ১১ টা থেকে বেলপাহাড়ি এস সি হাইস্কুল সংলগ্ন পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর বসে হোস্টেলের দাবিতে ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। তারা দ্রুত হোস্টেলের দাবি জানান।
স্কুলের ছাত্রীদের সঙ্গে এদিনের বিক্ষোভে যুক্ত হয় ভারত জাকাত সান্তাল পড়ুয়া গাঁওতা। তারা জানান , দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছেন ছাত্রীরা। তাদের দাবি,অবিলম্বে ছাত্রীদের হোস্টেলে থাকার ব্যবস্থা করতে হবে।
এই অবরোধের ফলে বেলপাহাড়ি পুরুলিয়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে যায় বেলপাহাড়ি থানার পুলিশ। তবে তাদের দাবি না মেটা পর্যন্ত পথ অবরোধ করে আন্দোলন চলবে বলে বেলপাহাড়ি এস সি হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান। স্কুল কর্তৃপক্ষ যতক্ষণ না তাদের লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে তারা ততক্ষণ পর্যন্ত এই স্কুলের সামনে বিক্ষোভ অবরোধ আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানান।