
অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : পড়াশুনো নিয়ে বাড়িতে মা বকাবকি করায় সাঁকরাইলের কুলটিগরীর বাড়ি থেকে বেরিয়ে যায় স্কুল পড়ুয়া।বাড়ির লোকজন খুঁজে না পেয়ে সাঁকরাইল থানায় নিখোঁজ অভিযোগ জানায়। ততক্ষণে সাইকেল নিয়ে বেরিয়ে আসা স্কুল পড়ুয়া ৩৫ কিলোমিটার সাইকেল চালিয়ে উপস্থিত ঝাড়গ্রাম শহরে। বিভিন্ন দোকান চত্বরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করাকালীন ঝাড়গ্রাম থানার পুলিশের চোখে পড়ে। সেখান থেকে ঝাড়গ্রাম থানার পুলিশ নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসা বাদ করলে পুরো ঘটনা এবং পরিচয় জানতে পারে। ঝাড়গ্রাম থানার পুলিশ স্কুল পড়ুয়ার মা-বাবাকে খবর দেয়। মা বাবা থানায় এলে নাবালককে পরিবারের হাতে তুলে দেন। ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় কাছে পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কিশোরের বাবা।
জানা যায়, ওই নাবালক পুলিশকে জানায় পড়াশুনার কারণে তাকে বাড়ি থেকে খেলাধুলা করতে সেভাবে দেয়া হয় না। আর সে কারণেই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তবে এই ধরনের ঘটনা কখনোই কাঙ্খিত নয়। বর্তমান সামাজিক যে পরিস্থিতি সেখানে বাবা-মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে বড়োসড়ো বিপদের মধ্যে পড়তে পারতো ওই নাবালক। এই বিষয়ে পরিবারকে যেভাবে সচেতন হতে হবে তেমনি সচেতনতার প্রয়োজন নবালক ছাত্র-ছাত্রীদেরও এমনটাই মতামত জানিয়েছে ঝাড়গ্রাম পুলিশ।