
জয়ন্ত সাহা, আসানসোল : ঝাড়খন্ড থেকে বহু অটো আসানসোল বরাকড় হয়ে শহরে ঢুকে ভাড়ায় চলছে। তাই সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা আর টি ও দপ্তর। ঝাড়খন্ড এবং পুরুলিয়ার নম্বর হওয়ার ফলে রেভিনিউগুলো সেই তহবিলে যাচ্ছে। তাই এই অটোগুলোতে কড়া নজরদারি রাখবে আরটিও। এই প্রসঙ্গে অটো ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া জানান, পশ্চিম বর্ধমানে বহু অটোর পারমিট আটকে আছে। তাই ভিন রাজ্য ভিন জেলা থেকে অটো নিয়ে এসে নিজেদের পেট চালাতে বাধ্য হচ্ছেন তাঁরা। এই নিয়ে আর টি ও দপ্তরে লিখিত দিয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, জেলা মেজিস্ট্রেট এবং RTO-র সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আসানসোল শহরজুড়ে।