
বাবলু প্রামাণিক,বারুইপুর: কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের টানা পোড়নের জন্য দীর্ঘ দিন প্রাপ্য টাকা পাচ্ছেন না ১০০ দিনের জব হোল্ডাররা। এর ফলে পুজোর আগে টাকা না পেয়ে দুরবস্থায় দিন কাটছে তাদের। পুজোয় ছেলেমেয়েদের জন্য নতুন পোশাক কেনা তো দূরের কথা সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা।সেই চিত্রই দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানার মলয় চন্ডীপুর এলাকায়। এখানে প্রায় ৮০ থেকে ১০০ জন জব কার্ড হোল্ডার রয়েছেন। তারা ১০০ দিনের কাজ করে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কোন টাকা পাননি। কেউ করেছেন পুকুর বা রাস্তা কাটার কাজ,কেউ ড্রেন তৈরি করেছেন বা রাস্তা পরিষ্কার করেছেন।কিন্তু এখনো তারা টাকা পাননি। টাকা চাইতে গেলে রাজ্য বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। আবার কেন্দ্র দোষ দিচ্ছে রাজ্য সরকার কে। তবে কেন্দ্র – রাজ্যের এই তরজায় জড়াতে চাইছেন না বঞ্চিত শ্রমিকরা ।তাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব তাদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক ।