
নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হতে হাতে গুণে দু সপ্তাহ বাকি, প্রথম দফাতেই ভোট রয়েছে উত্তরের তিন কেন্দ্রে। এর মধ্যেই ফের কলকাতায় বিক্ষোভ মিছিল করে চাকরিপ্রার্থীরা। ৫ এপ্রিল তথা শুক্রবার কলেজ স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছিল রাজ্য গ্রুপ ডি ২০১৭ ২০১৯ চাকরিপ্রারথীরা, ২০১৪ প্রাইমারি টেট একতা মঞ্চ, এনএসকিউএফ শিক্ষক পরিবার যুব ছাত্র অধিকার মঞ্চ সহ আরও 8টি চাকরিপ্রার্থীদের সংগঠন। নিয়োগের ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি ও সব নিয়মেই আইনি জটিলতার দোহাই দিয়ে ন্যায্য চাকরির দাবিতে মিছিল করে চাকরি প্রার্থীরা। মিছিল থেকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তির আওয়াজ তোলেন তাঁরা।
বউবাজার ক্রসিংয়ের মানিক ভট্টাচার্যের কুশপুতুল দাহ করা হয়। এদিন চাকরিপ্রার্থীদের মিছিলে উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের মূল আহ্বায়ক ভাস্কর ঘোষ।