
অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতাঃ জোকা বিবাদী বাগ মেট্রো সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে,তার জন্য গড়ের মাঠের ৪ প্রাচীন ক্লাবকে নিজেদের স্থায়ী তাঁবু ছাড়তে হচ্ছে। মেট্রো রেলের তরফ থেকে এই চারটি ক্লাবকে বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। শতাব্দী প্রাচীন ক্লাব খিদিরপুর স্পোর্টিং, রাজস্থান ক্লাব, কেনেল ক্লাব ও ক্যালকাটা পুলিশ ক্লাবকে তাদের নিজস্ব তাঁবু ছেড়ে দিতে হচ্ছে।কালীঘাট ক্লাব ও রাজস্থান মাঠের একটা অংশে উন্নতমানের সিট দিয়ে তৈরি করা হচ্ছে এই চার ক্লাবের অস্থায়ী তাঁবু। যতদিন মেট্রো রেল সম্প্রসারণের কাজ চলবে ততদিন এই চার ক্লাবের আস্তানা হবে কালীঘাটের মাঠেই।খিদিরপুর স্পোর্টিং মানেই ভারতীয় ফুটবল দলের একদা সাপ্লাই লাইন ছিল। সাত, আটের দশকে এই খিদিরপুর থেকেই জাতীয় দলে এক সঙ্গে সুযোগ পেতেন ৬ থেকে ৮ জন ফুটবলার। এই খিদিরপুর ক্লাব থেকেই উঠে এসেছেন ভারতের বহু তারকা ফুটবলার। তালিকাটি দীর্ঘ।এছাড়া ময়দানে সবথেকে বিখ্যাত খিদিরপুর ক্যান্টিন তাঁদেরও ছেড়ে দিতে হবে জায়গা। এই প্রসঙ্গে খিদিরপুর ক্লাবের অন্যতম কর্তা অমিতাভ বিশ্বাস বলেন, স্বাভাবিক ভাবেই খুবই খারাপ লাগছে। মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তিতে ২ বছর সময়ের উল্লেখ আছে, কিন্তু মনে হয় না ২ বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে।
সব মিলিয়ে এই চারটি ক্লাবকে উঠে যেতে হলেও মেট্রোরেল সম্প্রসারণের কাজের শেষে তাদের স্থায়ী তাঁবুতেই ফিরে আসতে পারবে। জানা গেল, এই চারটি ক্লাবের মাটির নিচ দিয়ে মেট্রোর কাজ হবে। তাই কাজ শেষে সংশ্লিষ্ট চার ক্লাবকে নতুন করে তাঁবু তৈরি করে দেবে মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, শুধু এই চার ক্লাব নয়, উঠে যেতে হবে ময়দান মার্কেটকেও। কাজের শেষে নতুন করে ময়দান মার্কেট তৈরি করে দেওয়া হবে। সবমিলিয়ে ৪ টি ঐতিহাসিক ক্লাব সরে যাওয়ায় মন খারাপ ময়দানের