
উজ্জল হোর, প্রতিনিধি: এ কোন সমাজে আমরা বসবাস করছি? এ প্রশ্নটা উঠে যখন সমাজের বর্তমান পরিস্থিতির দিকে নজর পড়ে। মেটেলি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা এক ব্যক্তি তার স্ত্রীর অশ্লীল ছবি পোস্ট করেছেন। হ্যা ঠিকই পড়ছেন। বিয়ের সময় একজন স্বামীর তার স্ত্রীর প্রতি সাধারণ দায়বদ্ধতা থাকে স্ত্রীর সম্মান রক্ষা করার। কিন্তু এক্ষেত্রে যেন একেবারে উল্টো চিত্র। নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। জানা যায়, ওই ব্যক্তি নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই দীর্ঘদিন ধরে কেরালায় গা ঢাকা দিয়েছিল ওই ব্যক্তি। গত ১৬ এপ্রিল নিজের স্বামীর নামে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল পুলিশ। বুধবার রাত্রে ওই ব্যক্তি এলাকায় ফিরলে গভীর রাত্রে অভিযান চালিয়ে মেটেলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার গণধর ওই ব্যক্তিকে গ্রেফতার করলো মেটেলি থানার পুলিশ। শুক্রবার ধৃত ব্যক্তিকে প্রথমে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। এরপর তাকে কোর্টে তোলা হয়। স্বাভাবিকভাবেই ঘটনা প্রশ্ন তোলে নিজের ঘরেই নিজের স্বামীর কাছে যদি স্ত্রীরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে নিরাপত্তা কোথায়?