
উজ্জল হোড়,জলপাইগুড়ি ঃ বুধবার কোজাগরী লক্ষী পুজো | তার আগে জলপাইগুড়ির অরবিন্দ নগরের পালবাড়ির ব্যাস্ততা তুঙ্গে।
সরা আকঁতে আকঁতে খুদে শিল্পী দোয়েল পাল বলেন, পট, সরা তৈরী করা বাবার কাজ।তবে পড়াশোনার ফাঁকে সরায় ছবি এঁকে বাবাকে সাহায্য করছি ।প্রসঙ্গত সরা মানে মাটির তৈরী গোলাকার এক ধরনের ঢাকনা। যা খড়ি মাটির প্রলেপ দিয়ে নানা উজ্জ্বল রঙের ব্যীবহারে লক্ষী নারায়ণ, দুই পাশে থাকে জয়া, বিজয়া।
পাল বাড়ির পট শিল্পী দীপা পাল বলেন, স্বামীর কাজে সহযোগিতা করি। বাজারে সরা তৈরীর উপকরণের দাম এত বেশি বেড়েছে, তাতে বলাই ব্যাহুল্য। তবে বাজারে যে সরার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকে। যাতে সকলে পুজো করতে পারে তারই প্রয়াস চলছে । তবে লক্ষী পুজোর বাজার কেমন হবে সেদিকে তাকিয়ে আছি বলে জানান তিনি।