
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি ঃ চিতা বাঘের হামলায় মৃত্যু হল কিশোরীর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা গ্রামে।পুলিশ সুত্রে খবর, মৃত কিশোরীর নাম সুশীলা গোয়ালা।আনুমানিক বয়স ১২। জানা গিয়েছে, এদিন কিশোরী বাড়ির উঠোনে খেলছিল। সেই সময় চিতাবাঘ তার উপর হামলা করে, এবং তুলে নিয়ে গিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন চিতাবাঘটিকে তাড়া করে। শেষমেষ, চিতাবাঘটি কিশোরীকে ফেলে দিয়ে পালিয়ে যায়। যদিও ততক্ষণে চিতাবাঘের হামলায় তার মৃত্যু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, খুনিয়া রেঞ্জ এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি সেখানে উপস্থিত হন, বানারহাট এবং নাগরাকাটা থানার পুলিশ।এই ঘটনায়, ওই গ্রামের বাসিন্দারা বন কর্মীদের উপর ক্ষোভ উগরে দেয়।দীর্ঘক্ষণ পর দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।