
ঊজ্জল হোড়, জলপাইগুড়ি ঃ ঐতিহাসিক জলপাইগুড়ির রাজবাড়ি এবার পদার্পণ করলো ৫১৫তম বৎসরে। মহালয়া লগ্নে রাজ পরিবারের পক্ষ থেকে উমাকে চক্ষুদান করা হয়েছে। শতাব্দী প্রাচীন এই রাজবাড়ির ঐতিহ্যকে সামনে রেখে এই চক্ষুদান করা হয়েছে ।
ঐতিহাসিক জলপাইগুড়ি রাজবাড়ির ৫১৫তম বর্ষপূর্তি উদযাপন এক অবিস্মরণীয় মুহূর্তে পরিণত হয়েছে। শতাব্দী প্রাচীন এই রাজবাড়ি উত্তরবঙ্গের ঐতিহ্যের এক অনন্য সাক্ষী। এর স্থাপত্যশৈলী এবং প্রাচীন কারুকাজ পর্যটকদের মন কাড়ে। প্রতি বছর এই উৎসবের আয়োজনের মাধ্যমে রাজ পরিবার তাদের ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।