
প্রদীপ মাহাতো,পুরুলিয়া:কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোটে ডিউটি না করার সিদ্ধান্ত নিল সংগ্রামী যৌথ মঞ্চ । সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে চন্দন চ্যাটার্জী জানিয়েছেন, তিনি
ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ DCRC কেন্দ্রে এসেছেন ভোটের ডিউটি করার জন্য। কিন্তূ এখানে এসে তিনি দেখছেন শুধু রাজ্য পুলিশ রয়েছে। যদিও মহামান্য আদালত নির্দেশ দিয়েছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনি ও রাজ্য পুলিশ থাকবে। কিন্তু আদালতের সেই নির্দেশ মানা হচ্ছেনা। তাই ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী যদি না থাকে তবে তারা কাজ করবেন না।উল্লেখ্য পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিলেন যৌথ মঞ্চের সদস্যরা।এই নিয়ে তাদের আন্দোলনও করতে দেখা গিয়েছিল।ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও সেই একই দাবি শোনা গেল তাদের মুখে।