
ওঙ্কার ডেস্ক:মোমিনপুরের কাঁটাপুকুর মর্গ থেকে সোমবার সকালেই কুলতলির নির্যাতিতা বালিকার দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীর উদ্দেশে। পৌনে ১০টা নাগাদ সেই গাড়ি কল্যাণীতে পৌঁছায়। সেখানে উপস্থিত রয়েছেন এইমস কল্যাণীর ডাক্তার এবং অন্যান্য আধিকারিক রা।
কুলতলির নাবালিকার পরিবারের দাবিতে,কলকাতা হাইকোর্ট এইএমস কল্যাণীর তত্ত্বাবধানে পুনরায় ময়নাতদন্ত করার নির্দেশ দেন।এইমসের চিকিৎসকরা বারুইপুর কোর্টের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী পুলিশ মর্গে নাবালিকার দেহের ময়নাতদন্ত করবেন। ইতিমধ্যে সকল আধিকারিক এবং ডাক্তার রা এসে গেছেন কল্যাণী পুলিশ মর্গে।নাবালিকার পরিবারের লোক ময়নাতদন্তে দেখতে পারেন বলেই জানা গেছে।ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর যা কিছু অভিযোগ তখনই জানাতে হবে পরিবারকে ।পরে কোন অভিযোগ গ্রাহ্য হবে না বলেও সূত্রের খবর । কল্যাণী জে এন এম হাসপাতালের পুলিশ মর্গে দেহের ময়না তদন্ত হওয়ার পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলেই জানা গেছে ।