
বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকায় এক অজ্ঞাত পরিচয় মহিলাকে কুপিয়ে খুন,চাঞ্চল্য এলাকাজুড়ে।
জানা গেছে মঙ্গলবার গভীর রাতে জয়নগরের মায়াহউরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকার ফাঁকা ধানক্ষেতের ধারে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন একজন টোটো চালক। সঙ্গে সঙ্গে তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত প্রধানকে। প্রধান খবর দেন পুলিশকে । পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান মহিলার শরীরে অস্ত্রের একাধিক কোপ ছিল। মহিলার মুখের এক দিক থেতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে ও জানা গেছে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরনেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান মৃতের পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় নজরদারি চালাচ্ছে কুলতলী থানার পুলিশ আধিকারিকরা।