
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যসচীব মনোজ পন্থ। সোমবার দুপুর ১২টায় বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচীব। রবিবার ডাক্তার এবং সরকার উভয়কেই ইমেইল মারফত চিঠি পাঠিয়েছিলেন বুদ্ধিজীবীরা। সমস্যার সমাধানের কথা ভেবেই উভয়পক্ষকে বৈঠক করার আবেদন করেছিলেন তারা। সেই কারণেই কি হঠাৎ বৈঠকের ডাক?
রবিবার বিকেলেই আইএমএ সহ ডাক্তারদের সংগঠনগুলিকে সমস্যা সমাধানের স্বার্থে বৈঠকে আহ্বান জানালেন রাজ্যের মুখ্যসচীব। ইমেইল মারফত জানানো হয়েছে সোমবার ঠিক দুপুর বারোটার সময় সল্টলেকের স্বাস্থ্য ভবনে হবে বৈঠক। যদিও বৈঠকে ঠিক কোন কোন সংগঠন যুক্ত হবে তা এখনো স্পষ্ট নয়।
সোমবার একই সাথে আরজিকর ধর্ষণ ও খুনের মামলার শুনানি এবং স্বাস্থ্য ভবনের বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে সমাধানের কি কোনো সূত্র পাওয়া যাবে? জুনিয়র ডাক্তাররা বলছেন, “আমরাও চাই সরকার আমাদের দাবি নিয়ে কথা বলুক। আমাদের আগে যত বার বৈঠকে ডাকা হয়েছে আমরা গিয়েছি। সিনিয়র চিকিৎসকেরা আমাদের পাশে আছেন। দেখা যাক, বৈঠকে কী হয়।” প্রসঙ্গত গত বুধবারও স্বাস্থ্য ভবনে গিয়ে বৈঠক করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। কিন্তু সেই বৈঠক ‘নিষ্ফল’ হয়েছিল বলেই জানিয়েছিলেন তারা।