
ওঙ্কার ডেস্ক:মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করলেন জুনিয়র ডাক্তাররা।টানা আট ঘণ্টা জিবি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগেই গত শনিবারের জিবি বৈঠকে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। সোমবার জিবি বৈঠকের পর সেই সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরেই সাংবাদিক বৈঠক করে তাদের সিদ্ধান্তের কথা জানান জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের দাবি, রাজ্যের সরকার নিরাপত্তা দিতে না পারায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা । ভয়ের পরিস্থিতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা । এদিন দ্রুত ন্যায়বিচার, দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যসচিবকে অপসারণ-সহ মোট ১০ দফা দাবি পেশ করেছেন আন্দোলনকারীরা।