
নিজিস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ ফের অসুস্থ অনশনরত এক জুনিয়র ডাক্তার। অনিকেত,আলোকের পর এবার অনুস্টুপ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হলো কলকাতা মেডিক্যাল কলেজে।
আরজি কর কান্ডের ঘটনা নিয়ে রাজ্যে দীর্ঘদিন চলছে আন্দোলন, মিছিল। ন্যায় বিচারের দাবিতে ধর্মতলার অবস্থান মঞ্চে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসেছেন গত ৫ অক্টোবর থেকে। অনশনের প্রায় নবম দিন হলেও সরকারের পক্ষ থেকে এখনোও কোনো সদর্থক বার্তা সেভাবে আসেনি। অনশনরত একের পর এক জুনিয়র ডাক্তার অসুস্থ হচ্ছেন। প্রথমেই শারীরিক অবস্থার অবনতি নিয়ে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার অলোক কুমার বর্মা, এবার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ধর্মতলার অবস্থান মঞ্চে অনশনরত জুনিয়র ডাক্তার অনুস্টুপ মুখোপাধ্যায়। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ডাক্তারে জানিয়েছেন অনুস্টুপের অবস্থা এখন উদ্বেগ জনক। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন জুনিয়র ডাক্তারদের দেখার জন্য ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একের পর এক জুনিয়র ডাক্তার অসুস্থ তারপরও রাজ্য সরকার, প্রশাসন কেন নিশ্চুপ? সরকারের বিন্দুমাত্র হেলদোল নেই কেনো? প্রশ্ন উঠছে এই নিয়ে।