
সঞ্জয় রায় চৌধুরী,কলকাতা : দুর্ঘটনা কবলিত চাকরিপ্রার্থীকে দেখতে আরজি কর হাসপাতালে এলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিপ্রার্থীর সঙ্গে দেখা করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান,বর্তমানে মেয়েটি সুস্থ আছে। চাকরিপ্রার্থীর পরিবারের পাশে থাকার বার্তাও দেন বিচারপতি।
প্রসঙ্গত,গত সাত তারিখ স্টেশনে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন এক চাকরিপ্রার্থী। তাকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কলকাতা আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপরেই তড়িঘড়ি শুরু হয় অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, তার একটি পা বাদ দিতে হয়েছে এবং অপর পায়ের আঙুল বাদ দিতে হয়েছে জীবন বাঁচাতে।