
অমিত দাস, কলকাতাঃ অভিযোগ, অধ্যক্ষ হওয়ার যোগ্যতা না থাকার পরও তিনি কলকাতার আইন কলেজের অধ্যক্ষ হয়েছিল বর্তমানে জেলে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এর বিরোধিতা করেই এবার মামলা দায়ের কলকাতা হাই কোর্টে। তাঁর ছাত্ররাই মানিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, অধ্যক্ষ হিসেবে পাওয়া সব বেতন ফেরৎ দিতে হবে। পাশাপাশি আগামীকাল যোগেশ চন্দ্র ল কলেজের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। তাতেও এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। মামলার পরবর্তি শুনানি শুক্রবার।