
নিজস্ব প্রতিনিধি,জগদ্দলঃ আলোচনার পরেও খুললো না জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিলের তালা। সমস্যায় জুট মিল শ্রমিকেরা। প্রসঙ্গত, মালিক পক্ষ আচমকা সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় আঙলো ইন্ডিয়া জুটমিলে। শুক্রবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পায়।
ঐদিন দিনই মিল কর্তৃপক্ষ সাথে আলোচনা করে আশ্বস্ত করা হয় শ্রমিক ইউনিয়নের নেতাদের তরফ থেকে। তবুও নিজের জায়গাতেই অনর মালিক কর্তৃপক্ষ। কোন রফাসূ ত্র না পাওয়াতেও শনিবার মিল খুললো না। শ্রমিকদের আশা দ্রুত সমস্যার সমাধান করে আবার আগের মত মিল চালু করা হোক।